চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: বাংলার সকল হিন্দু এক হও এই স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ শে নভেম্বর) বিকালে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সভাপতি অধ্যক্ষ ব্রহ্মচারী শ্যামল মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী কৃষ্ণ শাখা, জেলা প্রতিনিধি মাস্টার জয়দেব বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালচন্দ্র সরদার, জেলা যুব প্রতিনিধি পবিত্র মন্ডল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় একটি হেলমেট বাহিনীর বাধার মুখে পড়ে মানববন্ধন ভন্ডুল হয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন সাতক্ষীরা শ্যামসুন্দর মন্দিরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কঠোর হুঁশিয়ারি দেন তারা।