অপরাধআইন আদালতলিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার শীর্ষ মাদক কারবারি ভোদু ২০ বোতল ফেনন্সিডিলসহ আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদু’কে ২০ বোতল ফেনন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদরের শ্রীরামপুর দক্ষিণ পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনন্সিডিলসহ তাকে আটক করাহয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আনিছুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় এএসআই বিএম তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে শ্রীরামপুর দক্ষিণ পাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদুকে ২০ বোতল ফেনন্সিডিল সহ আটক করতে সক্ষম হয়। আটক হওয়া ভোদু এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। তার নামে ১৪টিরও বেশি মামলা রয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামিকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *