কৃষিশ্যামনগর

শ্যামনগরে অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকি বেড়েছে উপকূলের মানুষের। এখানে লবণাক্তার পরিমানও দিন দিন বাড়ছে। লবণাক্তার কারনে কৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজে লাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি- স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

সোমবার সকাল ১০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, প্রশিক্ষণে অন্যান্য সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন ও প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ। প্রশিক্ষণটি উদ্বোধন করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন।

প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন।

৪র্থ ব্যাচে প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ও গাবুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ১৫ জন কৃষকদের (পুরুষ-৮, নারী-৭) মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লবন সহনশীল জাতের লাল শাক,পালং শাক, বরবটি, মুলা, মরিচ, বেগুন, পলি মালচিং, ফেরমন ফাঁদ ও জৈব সার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *