কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক ও সূধী সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি ” এই শ্লোগানে সকাল ৯ টায় প্রায় চার শতাধিক অভিভাবকের উপস্থিতিতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ মাধ্যমিক সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম, ডাঃ মুজিব-রুবি মডেল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহ, প্রত্যয় গ্রুপের ডি এম ডি শেখ নাজমুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং শিক্ষকমণ্ডলী ও অভিভাবক- অভিভাবিকা মন্তলীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়।
এছাড়াও শিক্ষার্থীরা তিন ভাষায় কুরআন তেলাওয়াত, ইংরেজি ও বাংলা বক্তৃতা, ইংলিশ কনভারসেশন, কবিতা আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। প্রতি বছরের ন্যায় এবছরেও উৎসব মুখর পরিবেশে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।