তালায় কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, তালা: তালা উপজেলার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর উপজেলার মাঝিয়াড়া শশ্মানঘাটের পাশে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, স্থানীয়রা নদীর চরে রাবেয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তবে কি ভাবে মারা গেছে ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।