শ্যামনগর

হয়রানি বন্ধে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন নব দম্পতি

স্টাফ রিপোর্টার: হয়রানি বন্ধ ও সুষ্ঠ জীবন যাপনের জন্য নব দম্পতি সাতক্ষীরা পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন।

নব দম্পতি জেলার শ্যমনগর থানার পার্শ্বে খালি হরিনগরের মোঃ তানভীর(২২) ও বড় ভেটখালী হরিনগরের মোঃ এমদাদুল হকের মেয়ে মোছাঃ মেহেরজান আক্তার(২১)।

ভুক্তভোগী মোছাঃ মেহেরজান আক্তার জানান, আমি স্বেচ্ছায় আমার স্বামী তানভীরকে বিয়ে করেছি তবে, আমার পিতা বড় ভেটখালী হরিনগরের মৃত ইব্রাহিম সানার ছেলে এমদাদুর হক(৪২), সাবেক স্বামী উপজেলার পরানপুরের মৃত মাজেদ গাজীর ছেলে লিটন হোসেন(৩৪) সহ আমার পরিবারের লোকজন আমার স্বামী ও শশুর বাড়ির লোকদের নিয়ে বিভিন্ন রকম হয়রানি ও মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করছে। তারা প্রতিদিন মোবাইলে আমার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছেন।

তিনি আরো বলেন, আমি আমার স্বামীকে নিয়ে সুষ্ঠ-সুন্দর ভাবে জীবন যাপন করতে জেলা পুলিশ সুপারের আশু হস্থক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *