অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মোড়ল (৭০) ও তার স্ত্রী হামিদা খাতুনকে (৬২) বেদম মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ নভেম্বর) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুরে গ্রামে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মুক্তিযোদ্ধার ছেলে কবিরুল ইসলাম মোড়ল।

লিখিত অভিযোগে কবিরুল ইসলাম (৩৬) জানান, প্রতিবেশী মরহুম গফুর মোড়লের ছেলে ফারুক (৪৮) ও মনিরুল (৪২) এর সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছে যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি ধামকির একপর্যায়ে বুধবার (২০ নভেম্বর) বেলা দেড়টার দিকে ফারুক ও মনিরুলের নেতৃত্বে তাদের সহযোগীরা ধারালো দা, শাবল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বসতঘরের পিছনের সম্পত্তিতে থাকা গাছ-গাছালি কাটতে থাকে।

তিনি জানান, আমার মা হামিদা খাতুন (৬২) প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার বৃদ্ধ পিতা আমার মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বেদম মারপিট করা হয়। সন্ত্রাসী কায়দায় তারা সম্পত্তিতে থাকা গাছ-গাছালি কেটে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে।

তিনি আরো জানান, প্রতিবেশীদের সহায়তায় আহত অবস্থায় আমার মা ও পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *