অনলাইনশ্যামনগর

শ্যামনগরের নবাগত ইউএনও’র সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন এর সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাছুম বিল্লাহ’র নেতৃত্বে একঝাঁক উদীয়মান সাংবাদিকবৃন্দ।এসময় নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার চোখ, আপনাদের মাধ্যমেই আমি সমগ্র উপজেলা দেখতে চাই। এখানকার সকল গ্রামগুলিতে আমি আলাদাভাবে যেতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। এখানে বাগদা চিংড়ি সহ অনেক সম্ভাবনা রয়েছে, আমরা এই সম্ভাবনা কে তুলে ধরে সাতক্ষীরার সকল উপজেলার মধ্যে শ্যামনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকল সমস্যা গুলো একবারে সমাধান করতে পারবো না। আপনরা সমাজের আয়না, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমি প্রতিটা জায়গায় অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা করবো। আপনারা সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিক, আমাদের অপার সম্ভাবনাময় সুন্দরবন রয়েছে। এখানে প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। এখানে সুন্দরবন ভ্রমনের জন্য আসার যে প্রধান সড়ক, সেটি খুবই নাজুক। আমরা খুব শীঘ্রই ভেটখালি-সাতক্ষীরা এই সড়কটি মেরামতের জন্য কাজ শুরু করার প্রস্তাবনা পাঠাবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি শ্যামনগরে ভালো কিছু করতে চাই।

সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, সাংগঠনিক সম্পাদক , রাকিবুল ইসলাম, সদস্য যথাক্রমে জি.এম রুস্তম আলী, দীপক মিস্ত্রি, ফজলুল হক, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, ইসমাইল হোসেন, আক্তার হোসেন, আব্দুর রকিব, ইয়াসিন আলম সুমন, নিপা চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *