শ্যামনগরের কাঙ্ক্ষিত উন্নয়নের সহযাত্রী হবেন সাংবাদিকরা- নবাগত ইউএনও রনী খাতুন
সুলতান শাহাজান, শ্যামনগর: কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কথা তুলে ধরা। শ্যামনগর একটি সম্ভাবনাময় উপজেলা। আয়তনের দিক দিয়ে দেশের সর্ব বৃহত্তম এই উপজেলায় প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে। এরমধ্যে সুন্দরবন গুরুত্বপূর্ণ। এছাড়াও সাদা সোনা খ্যাত চিংড়ি এই উপজেলার একটি গুরুত্বপূর্ণ আয়ের মাধ্যম। সাংবাদিকদের লেখনির মাধ্যমে এগুলোকে যথাযথ ব্যবহার করা গেলেই একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এতে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজীআল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল ক্লাবের সভাপতি আব্দুল হালিম, অনলাইন নিউজ ক্লাবের মাহমুদুল ফিরোজ বাবুল, সাংবাদিক আফজালুর রহমান, রনজিৎ বর্মন, আবু সাঈদ প্রমুখ।
এছাড়াও এসময় শ্যামনগর উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের সাথে জড়িত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে আরোও বলেন, সুন্দরবন, সীমান্ত ও উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে একটি সুন্দর বাসযোগ্য মডেল উপজেলায় গড়ে তুলতে সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, এর আগে নব যোগদানকৃত ইউএনও মোছাঃ রনী খাতুন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।