খুলনা প্রতিদিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন জাহিদ হোসাইন
স্টাফ রিপোর্টার: খুলনা থেকে প্রকাশিত দক্ষিণ বঙ্গের জনপ্রিয় ‘দৈনিক খুলনা প্রতিদিন’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ হোসাইন।
সোমবার (১৮ নভেম্বর) সকালে তিনি জেলা প্রতিনিধির কার্ডসহ নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র হাতে পান।
জাহিদ হোসাইন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সাতক্ষীরা ভিশন’র সম্পাদক। ২০১৩ সাল থেকে তিনি দৈনিক কালের চিত্র পত্রিকায় কর্মরত আছেন। এছাড়া, ২০১৮ সাল থেকে জাতীয় অনলাইন পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’, ২০১৯ সাল থেকে ‘দৈনিক ডেল্টা টাইমস’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়া, সাতক্ষীরা জেলার উন্নয়ন-সম্ভাবনা ও সমৃদ্ধির তথ্য- উপাত্ত তুলে ধরাসহ বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ- দূর্দশা অত্যাচার- নির্যাতনের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে তিনি যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক রানার’ পত্রিকায়ও কাজ করেছেন।
তরুন সাংবাদিকদের একতাবদ্ধ করতে জাহিদ হোসাইন ২০১৫ সালে সাতক্ষীরার সাতানী স্কুল মোড়ে ‘সীমান্ত রিপোর্টার্স ক্লাব’ গঠন করেন।
নির্ভিক সত্য প্রকাশে জাহিদ হোসাইন ‘দৈনিক খুলনা প্রতিদিন’ এর পথচলায় সহকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।