শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত

সুলতান শাহাজান/ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগরে বাস চাপায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে জানা গেছে। আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে মোটরসাইকেল ভাড়ায় গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস (ঈগল পরিবহনের বাস পরিবহনের ফুলঝুড়ি পরিবহন) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, দুর্ঘটনার শাহিনুর গুরুতর আহত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় রবিউল ইসলাম নামে আরো একজন মারাত্মক আহত হয়।

এ ঘটনায় চালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে। তাছাড়াও তিনি জানান, খবর পাওয়া গেছে দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *