কালিগঞ্জে ভুয়া প্রতিবন্ধী কার্ড তৈরী করতে গিয়ে প্রতারক আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের ভুয়া পরিচয়পত্র তৈরী করে দেওয়ার অভিযোগে প্রতারক সাইফুল ইসলাম নামক এক প্রতারককে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) কালিগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি কিংবা প্রতিবন্ধী সাজিয়ে তাদের নিকট থেকে টাকার বিনিময়ে প্রতিবন্ধী পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড তৈরী করে দেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক প্রতারককে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের এর নিকট প্রেরণ করেন।
ভ্রাম্যমান আদালতে সাইফুল ইসলাম দোষ স্বীকার করলে১ ভ্রাম্যমান আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।
প্রতারক সাইফুল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সফরউদ্দিন মোড়লের ছেলে ।
উল্লেখ্য যে, একটি অসাধুচক্র দীর্ঘদিন ধরে উপজেলার সমাজ সেবা অফিসের নাম ভাঙিয়ে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী ভাতার জন্য সুবর্ণ নাগরিক কার্ড তৈরি , প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পাইয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান বলেন, উপজেলা সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ন নাগরিক কার্ড পেতে কোন টাকা লাগেনা। এ ধরনের কোন তথ্য জানতে পারলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা উপজেলা সমাজ সেবা অফিসকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।