অনলাইনসদরসাতক্ষীরা জেলা

শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি লে. সাব্বির আহমেদ, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সদর উজেলা নির্বাহি অফিসার শোয়াইব আহমাদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে প্রচারের জন্য সাতক্ষীরা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে নারী সমাবেশ, উঠান বৈঠক, চলচিত্র প্রদর্শন, পল্লী সঙ্গীত ও ভ্রাম্যমান নাটকের মাধ্যমে প্রচার করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *