তালাধর্মপাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা

স্টাফ রিপোর্টার: “আমার বাবা ধীরেন্দ্র নাথ সাহা নড়াইল থেকে বিএনপির ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় কাজ করে যাবে। এজন্য সকলকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের সঙ্গে যুক্ত হতে হবে।”

রবিবার বিকেল চারটায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকচুড়ার আজিজ আহম্মেদ কমল্পেক্সের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে সংগঠণটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএস সাহা আনন্দ এসব কথা বলেন।

তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে কর্মী সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের সরকারি কৌশুলী অ্যাড. অসীম কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠণটির খুলনা জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, তালার অমল দত্ত, পাটকেলঘাটার কেশব সাধু, কলারোয়ার সন্তোষ পাল, নিশিথ রায় চৌধুরী, দেবহাটার হিরন্ময় মণ্ডল প্রমুখ।

গত ১৫ জুলাই থেকে আট আগষ্ট পর্যন্ত দেশে যে সমস্ত হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াওসহ বিভিন্ন সহিংসতা হয়েছে ওইসব ঘটনার বিচার না হওয়ার জন্য বর্তমান সরকার তা এক অধ্যাদেশ বা ইনডেমনিটি আদেশ প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করেছে। তাহলে কি এসব ঘটনার কোন বিচার হবে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবারে সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এসব ঘটনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এসব ঘটনায় বিএনপি জড়িত না থাকলেও তিনি দূঃখ প্রকাশ করেন। বিএনপি ক্ষমতায় এলে যথাযথ তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়নের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত দুর্গাপুজায় তালা উপজেলার ১৭৬টি মণ্ডপের মধ্যে শতাধিক মণ্ডপে বিএনপির কেন্দ্রীয় নেতা ও তালা- কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম ঘুরেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তাসহ সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কর্মী সভা উদ্বোধনকালে অ্যাড. অসীম কুমার মণ্ডল (১) জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে বলেন, বিনা অপরাধে মিথ্যা কারাবরণকারি হাবিবুল ইসলাম হাবিব জেলার সংখ্যালঘুদের জন্য সকল সময় সজাগ দৃষ্টি রেখেছেন। দেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টকে শক্তিশালী করতে হবে। আদালতে মামলা নিয়ে কোন সমস্যায় পড়লে তাকে অবহিত করলে সার্বিক সহায়তা করা হবে।

অনুষ্ঠান শুরুতেই গীতা পাঠ করেন পলাশ দেবনাথ। সবশেষে কলারোয়ার নিশিথ রায় চৌধুরীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে সন্তোষ কুমার পাল ও তার সহযোগীরা বলেন, নিশিথ রায় চৌধুরী আওয়ামী লীগের সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপন এর পোষা দালাল। মন্দিরের দেবত্ব সম্পত্তি সে জবরদখলে রেখেছে। প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় সে আবার কল্যাণ ফ্রন্টে ঢুকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *