সদর

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ব্রহ্মরাজপুর বাজার, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সময় পার করছেন প্রার্থীরা

মেহেদী হাসান শিমুল: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্য বাহী ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন আগামী ১৬ ই নভেম্বর শনিবার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ০৮ বিকাল ০৪ টা পর্যন্ত অনুষ্টিত হবে। বাজার কমিটির ভোট কেন্দ্র করে প্রার্থী ভোটার ও সাধারণ জনগণের মধ্যে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে চায়ের দোকানে ও বিভিন্ন স্থানে ভোটের গুঞ্জন শোনা যাচ্ছে । বাজারে এমন কোন জায়গা নেই সেখানে প্রার্থীদের পোস্টার ও ব্যানার ফেস্টুন ঝুলানো নেই। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে ব্রহ্মরাজপুর বাজার। ভোটারদের কদর বেড়ে গেছে প্রতিদিন সকাল থেকে রাত্রে পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা ব্যস্ত সময় কাটাচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন মনোনয়ন পত্র ক্রয় করেন।

এরমধ্যে সভাপতি পদে মোঃ আ: রশিদ ও গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি পদে মোঃ ইব্রাহিম সরদার, মনিরুল ইসলাম, ছলেমান সরদার ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন, মুকুল সরদার ও শেখ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ও শেখ লুৎফর রহমান, কোষাধাক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কবিরুল ইসলাম ও মো: আমিরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন ও মো: মামুন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে- আবদুল কুদ্দুস ও সবুজ গাজী, সদস্য পদে- মো: রবিউল ইসলাম, ফারুক হোসেন,বাবু মিজানুর রহমান বাবু, মো: বাবর আলী, মো: রবিউল ইসলাম ও আব্দুস সালাম মনোনয়ন পত্র ক্রয় করেন। এরমধ্যে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম খোকন ও দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা না দেওয়ায় কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এছাড়া সদস্য পদে ফারুক হোসেন বাবু মনোনয়ন পত্র প্রত্যাহার করায় মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এদিকে সভাপতি পদে মোঃ আ: রশিদ- হরিণ, ও গোলাম মোস্তফা বাবু -ছাতা,সহ সভাপতি পদে ইব্রাহিম হোসেন সিলিং ফ্যান, মনিরুল ইসলাম আনারস, সলেমান সরদার চেয়ার, আলমগীর হোসেন দেয়াল ঘড়ি, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন মোরগ, মুকুল সরদার ফুটবল, শেখ বাদশা ফয়সাল তালা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ডাব, শেখ লুৎফার রহমান মই, সাংগঠনিক সম্পাদক পদে কবিরুল ইসলাম কলম, আমিরুল ইসলাম খোকন মাছ, প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন মাইক, মামুন হোসেন আম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাতি, মোঃ সবুজ গাজী ঘোড়া প্রতিক পেয়ে এবার নির্বাচনে লড়াই করছেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন ব্রহ্মরাজপুর বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুস সবুর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন আফিল,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন, শামীম সানা, মোস্তাক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *