আশাশুনি

বুধহাটা সালাফিয়্যাহ মাদ্রাসা ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা দারুল হাদীছ সালাফিয়্যাহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও সুধী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বুধহাটা মিম মার্কেটে মাদ্রাসার নব নির্মীত ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার।

প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ কুদ্দুসের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন, জেলা আন্দোলনের সাবেক সভাপতি আলহাজ্ব আঃ মান্নান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, খুলনা জেলা আন্দোলনের সভাপতি ও পিচ টিভির সাবেক আলোচক আলহাজ্ব মাওঃ জাহাঙ্গীর আলম ইসলাহী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আলহাজ্ব আঃ রব, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। বক্তাগণ, সহীহ আকীদার দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে শিশুদের আখলাক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটি দায়িত্বশীলতার সাথে কাচ করে চলেছে। প্রতিষ্ঠানটিকে সুন্দর ভাবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অতিথিগণ নিজেরা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আগামীতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত অভিভাবক ও সুদীমন্ডলীও সহায়তা প্রদান করেন এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *