তালার মাগুরায় লক্ষ টাকার ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের উদ্বোধন
আবু হোসেন, পাটকেলঘাটা ব্যুরো: মাদক ও অনলাইন জুয়াকে না বলি এবং খেলা কে হ্যা বলি এই শ্লোগান কে সামনে রেখে শনিবার বিকাল ৩ টায় সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা ফুটবল মাঠে মাগুরা যুব সংঘের আয়োজনে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন মাঠে খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়া ফুটবল একাদশ ও যশোরের পাজিয়া ফুটবল একাদশ অংশ গ্রহন করে। কিন্তু নির্ধারিত সময়ে দু দলের মধ্যে গোল না হওয়ায় অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে যশোরের আন্দুলিয়া ফুটবল একাদশ ৪-৩ গোলে পাজিয়া ফুটবল একাদশকে হারিয়ে আন্দুলিয়া ফুটবল একাদশ বিজয়ী হয়।
উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ মাগুরা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক আদ্বুল খালেক সহ বি এন পির স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।