তালায় নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি তালা: তালা উপজেলা নাগরিক কমিটির মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এই মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। মিটিয়ে তালা প্রসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলামের স্বাগত বক্তব্য ও পরিচালনায় তালা প্রেসক্লাবের যুগ্ন- আহবায়ক গাজী সুশতান আহম্মেদ, সরদার ইমান আলী, স্মৃমিতা আক্তার, সরদার মহাসিন হোসেন,আব্দুল বারী,ডাঃ জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় বক্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সাবেক তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর যোগসাজসে কোটি কোটি টাকা লুপাট করা হয়েছে। তালা উন্নয়ন প্রকল্প তৈরি করে সেই কাজ গুলো না করে টাকা গুলো ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তালা একটি অবহেলিত উপজেলা। এখানে নেই কোন রাজনৈতিক ভালো নেতা, নেই কোন সরকারি সৎ ও দক্ষ অফিসার।
বক্তারা আরও বলেন, এই উপজেলা শহরে নেই একটি সহকারি ভূমি অফিস, নেই একটি খাদ্য গুদাম, নেই ভূমি সাব-রেজিট্রী অফিস। এছাড়াও উপজেলা সদরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেখানে খাবারের মান খুবই নিম্নমানের। এসময় বক্তারা বিষয়গুলি দেখে আমলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মিটিং এ সম্মিলিত সিদ্ধান্ত হয় যে উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার শারীরিক অসুস্থ থাকায় তাকে বাদ দিয়ে ঐ কমিটির সভাপতি হিসেবে তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম কে সভাপতি পূর্ণবহাল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় শহিদুল্লাহ গাজী, তাজমুল ইসলাম, খলিলুর রহমান লিথু, এস কে রায়হান, ফিরোজা রহমান, আব্দুস সবুর, গাজী সিরাজুল ইসলাম, কামরুজাম্মান শেখ, রুপা খাতুন, মীর ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, শেফালী, আব্দুর রব শাহিন, আজমল হোসেন ও শিরিনা সুলতানা উপস্থিত ছিলেন।