কালিগঞ্জ বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসায় বাৎসরিক মাহফিল উপলক্ষে সদস্য সম্মেলন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জামিআ ইমদাদিয়া তা’লীমুল কোরআন বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসায় সদস্য সম্মেলন ও বাৎসরিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মাহফিল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা খতিব ও ইমাম পীরে কালেম মুহতামিম হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে মুফতি আতিকুর রহমান, মুফতি হামিদুর রহমান এবং মুফতি আবু বক্কর সিদ্দিক এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও সাধারণ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমরান হোসাইন মোজাহিদী, ঢাকা।
এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাওলানা ছলিমুল্লাহ কুটালীপাড়া, গোপালগঞ্জ। উপজেলা তারালী ইউনিয়ন আব্বাসের হাটখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ অবসরপ্রাপ্ত প্রফেসর মনসুর আলী সমাজসেবক মোঃ আরশাদ আলী গাজী, উপজেলা কাঁকশিয়ালি জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ হাবিবুর রহমান, বাজার গ্রাম মাদ্রাসার খতিব মুফতি লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রিয়াজুল ইসলাম , প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আল ফারুক হোসেন, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ আব্দুল মজিদ প্রমুখ।
এসময় শামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিভিন্ন স্থান থেকে এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসা থেকে হাজার হাজার ধর্ম প্রিয় মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।
সদস্য সম্মেলনে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতি সকল মুসল্লিদের জন্য মনোরম পরিবেশে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।প্রতি বছরের ন্যায় এবারও বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসায় আগামী ১৮-১৯ এবং ২০ নভেম্বর ২০২৪ ইং অনুষ্ঠিত হবে বার্ষিক মাহফিল। উক্ত বার্ষিক মাহফিলে সকলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুক।কোরআন ও হাদিসের আলোকে দেশের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে আলেমরা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।