কালিগঞ্জসদরসাতক্ষীরা জেলা

শিক্ষক ও এনজিওকর্মী শম্পা গোস্বামীকে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা, জঘন্য মিথ্যাচারসহ নানাভাবে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুভাষ সরকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাক্ষ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সাংবাদিক নেতা মমতাজ আহমেদ বাপ্পী, রামকৃষ্ণ চক্রবর্তী, সি পি বি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কম: আবুল হোসেন, জে এস ডির কেন্দ্রীয় নেতা শুধাংশু সরকার, বাসদ জেলা শাখার সমনয়ক নিত্যা নন্দ, উদীচী জেলা শাখার সভাপতি শেখ সিদ্দুকুর রহমান, কন্ঠশিল্পী চৈতালী মুখার্জ্জী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শম্পা গোস্বামী অসহায় নির্যাতিত নারীদের নিয়ে কাজ করে। প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে ভূমিকা পালন করে আসছে। সাবেক সাংসদ শাহাদাতের নির্দেশে এবং স্থানীয় কতিপয় এনজিও’র ইন্ধনে বিভিন্ন সময়ে কালিগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামীদের ভাড়া করে শম্পা গোস্বামী সম্পর্কে জঘন্য মিথ্যাচার করে মানহানিসহ করে যাচ্ছে।এছাড়া অন্যায়ভাবে তাকে স্কুল থেকে বহিস্কার করে তাকে চাকুরিচ্যুত করার চক্রান্তও করে যাচ্ছে শাহাদাত হোসেন গং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *