কলারোয়া ইউরেকা পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাক চুরি!
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া ইউরেকা পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌরসভাধীন ইউরেকা ফুয়েল পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাকটি চুরি করে নিয়ে যায় কে বা কারা।
ট্রাকের মালিক উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলী। তার ভাইপো চঞ্চল ও সাইফুল ইসলাম জানান, ‘কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের পাশে ইউরেকা ফুয়েল পাম্প চত্বরে টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩১৩) পার্কিং করে রাখা হয়। এজন্য পাম্পে টাকাও দেয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা ট্রাকটি নিয়ে যশোর অভিমুখে চলে যায়। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্য ধরা পড়ে।’