কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রদান
এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার ” ও আমেরিকা প্রবাসী ছোট বিপ্লবের উদ্যোগে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২রা নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মোড়েস্থ হাইস্কুল মার্কেটের সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের আহবায়ক মাস্টার শাহজাহান আলী শাহীন বলেন ,ক্যান্সারে আক্রান্ত জাবিদ ইকবালের বাড়ি উপজেলার শুভংকরকাটী গ্ৰামে, সে খুবই দরিদ্র পরিবারের ছেলে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাকের তত্ত্ববধানে আছে। তিনি আরো বলেন, চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে আসার কিছু দিন পর অবস্থার অবনতি হতে থাকলে পুনরায় ভারতে যাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারার কারনে ভারতে যেতে পারছে না। এদিকে চিকিৎসার প্রয়োজনীয়তা চরমভাবে দেখা দিয়েছে। সে জন্য সমাজের বিত্তবানদের নিকট জাবিদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তার বিকাশ নম্বর -০১৭১৬- ১২৩৩৫৯ ।
এ সময় উপস্থিত ছিলেন সেবার যুগ্ম আহবায়ক আঃ ওহাব মামুন, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শেখ মাছুম,সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুল আলম টিটু, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস, নিয়ামুল হোসেন লিংকন।