চিন্ময় কৃষ্ণ দাস (প্রভূ) সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
মোঃ ইসমাইল হোসেন: চিন্ময় কৃষ্ণ দাস (প্রভূ) সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত শুক্রবার (১লা নভেম্বর) বিকাল ৫ টায় গাজীরহাট দুর্গা মন্দিরে পাশে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত জোটের নেতা জয়দেব বিশ্বাস, মনোদ্বীপ মন্ডল, ডাক্তার পতিরাম মল্লিক, গোপাল সরদার, পবিত্র কুমার মন্ডল, প্রকাশ চন্দ্র হালদার, দেবব্রত সরকার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আট দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরেন ও চিন্ময় ব্রক্ষ্মচারী সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এবং শ্রী শ্রী যশোরেশ্বরী কালি মায়ের মাথার চুরি হওয়া মুকুট উদ্ধারসহ জড়িত দের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ও মন্দিরটি সার্বজনীন কমিটি গঠনের জন্য জরালো দাবি প্রতিবাদ জানান।