টানা দ্বিতীয় বার সাফ চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করায় সাতক্ষীরায় আনন্দ র্যালি
স্টাফ রিপোর্টার: নেপালকে তাদের মাটিতেই হারিয়ে টানা দ্বিতীয় বারের ন্যায় সাফ চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করায় সাতক্ষীরায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়ছে।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে উক্ত আনন্দ র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন, সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খাঁন, সাবেক সাধারন সম্পাদক ও আফঈদা খন্দকার প্রান্তির গর্র্বিত পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্যুটিং ফেডারেশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান খোকন, আইনুল ইসলাম নান্টাসহ অন্যান্যরা।
এসময় তারা বলেন, সাতক্ষীরার ত্রিরতœ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা খাতুন ও আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরাসহ বাংলাদেশের গৌরব। সাবিনার নেতৃত্বে নারী ফুটবলাররা দেশের মুখ উজ¦ল করেছে। টানা দ্বিতীয় বারের ন্যায় তারা সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করেছে। তারা যাতে আগামীতে আরো ভালো খেলতে পারেন এজন্য দেশ বাসীর কাছে দোয়াও চেয়েছেন সাতক্ষীরার এই ক্রীড়াবিদরা।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল। এবারও বাফুফুরে পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।