ভোমরায় টাস্কফোর্স অভিযান: ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: ভোমরার জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে শুল্ককর ফাঁকিদেয়ায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা এবং চার দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক রাত সাড়ে ১০ টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানায়, ভোমরাস্থ জাহাঙ্গীর মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার বস্ত্র সামগ্রী, শীতের কম্বল, মনোহরী দ্রব্য ও জুতা বিক্রয় করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য বিক্রয় বন্ধের লক্ষ্যে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ১ প্লাটুন বিজিবি সদস্য এবং পুলিশ প্রশাসনের পক্ষে এসআই শহর আলী’র সাথে ৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক জাহাঙ্গীর মার্কেটের মেসার্স নিউ মোল্লা স্টোর, নিউ আলাউদ্দিন বস্ত্রালয়, মোল্লা ভ্যারাইটিজ স্টোর এবং মেসার্স রবিউল এর দোকানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার বস্ত্র সামগ্রী, শীতের কম্বল, মনোহরী দ্রব্যাদি ও জুতা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫লাখ ৭০ হাজার টাকা ।
এ সময়ে দোকান মালিকগণ উক্ত মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স নিউ মোল্লা সু স্টোর মালিককে ১০ হাজার, নিউ আলাউদ্দিন বস্ত্রালয় মালিককে ২০ হাজার, মোল্লা ভ্যারাইটিজ স্টোর এর মালিক ১০ হাজার এবং মেসার্স রবিউল স্টোর এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবি অধিনায়ক জানায়, দেশজ পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয় উৎসাহিত করা এবং দেশের মূল্যবান রাজস্ব ফাঁকি রোধকল্পে পরিচালিত এই টাস্কফোর্স অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রতীয়মান হয়।