ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়
জিয়াউল ইসলাম জিয়া: ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবয় সমিতি লিঃ রেজিঃ নং ৮৬/সাত এর নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টুর নেতৃত্বে সদস্য সচিব জয়নাল আবেদীন (কিরন)সদস্য খালিদ হোসেন, ফিরোজ হোসেন, মনিরুল ইসলাম মন্টু সহ ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি লুৎফার রহমান মন্টু সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু হাসান এর হাতে ক্রেস্ট তুলে দেন।