সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে সাতক্ষীরায় সম্প্রীতি সংলাপ
স্টাফ রিপোর্টার: সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষে সাতক্ষীরায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা (২৯ অক্টবার) ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে দি হাঙ্গার প্রজেক্ট ইয়ুথ এন্ডিং হাঙ্গার‘র আয়োজনে ও ইউকে ইন্টান্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সুজন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম, সুজন সাতক্ষীরার সহ-সভাপতি পবিত্র মোহন দাশ, ধর্মীয় নেতা মুফতি আক্তারুজ্জামান ও দিবাকর ভট্টাচার্য, দ্য হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রগ্রাম ম্যানেজার শশাং বরণ, খুলনার আঞ্চলিক সমন্বয়ক মাছুদুর রহমান রনজু প্রমুখ।
এসম বক্তৃতারা বলেন সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই, আসুন সবাই ভেদাভেদ ভুলে সকালে মিলে মিশে থাকলেই সমাজে সম্প্রীতি থাকবে।