কলারোয়া

ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমানকে কলারোয়া নিউজ পরিবারের সম্মাননা প্রদান

এস এম ফারুক হোসেন, কলারোয়া: দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের ঐক্য থাকা জরুরী। সত্যের পথে, ন্যায়ের পথে, বস্তুনিষ্ঠার সাথে থাকলে কোন বাঁধাই সাংবাদিকদে আটকাতে পারে না। ফ্যাসিস্ট পতন হয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। এই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে নৈতিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে স্ব-স্ব জায়গা থেকে সকলকে চেষ্টা করতে হবে।’

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজের দেয়া এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সাংবাদিকদের আর্থ-সামাজিক কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা, পিআইবি ট্রেনিং এর ব্যবস্থা ও সার্বিকভাবে আওয়ার নিউজ ও কলারোয়া নিউজসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র সাবেক এই সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন, ‘কলারোয়াকে আগামি দিনে আরো প্রজ্জ্বলিত করতে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ সভাপতিত্ব করেন।

আওয়ার নিউজ বিডির বার্তা সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, মোজাফফার হোসেন পলাশ ও সুমন হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক শেখ সেলিম হোসেন, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, ইমানুর রহমান, সহ.সম্পাদক দেবাশীষ চক্রবর্তী বাবু, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, সুজাউল হক, মিলন দত্ত ও আদিত্য বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি মোস্তফা হোসেন, এসএম ফারুক হোসেন, সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন, ক্রীড়া প্রতিনিধি সাজিদুল করিম তপু, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমদ রিপন, সাইফুল ইসলাম, অনিক হাওলাদার প্রমুখ।

আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কলারোয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া নিউজের সহ.সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *