তালার খলিষখালীতে ৯২বছরের বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের ৯২ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধার গলায় রশি পেচানো ছিল।
সরেজমিন বৃদ্ধার বাড়িতে গিয়ে জানা গেছে, রবিবার (২০ অক্টোবর) রাতে ওই বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। রাত ১১টার দিকে বৃদ্ধার ছেলে তারক মন্ডল বাড়িতে এসে তার মাকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাদের গোয়াল ঘরের পিছনে একটি কাঠাল গাছে নাইলনের সুতা গলায় পেচানো অবস্থায় কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।