অনলাইনকলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার : কলারোয়ায় ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী আয়োজন করা হয়।

সোমবার (২১অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি ইপি আরসি ম্যানেজার আহসান কবীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী মুনিরুজ্জামান মুনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শিত হয়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম.রোকনুজ্জামান, এম.সিও শাহনাজ পারভীন, সিসিটি ফিরোজ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদারগণ প্রমুখ।

বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়।এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ অনুভব করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *