শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ ২ শিকারী আটক
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর থেকে ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার মাহমুদ মল্লিকের ছেলে মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৩০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আরো জানানো হয়, জব্দকৃত হরিণের ২১ কেজি মাংস, তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও আটককৃত হরিণ শিকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পেশাদার হরিণশিকারিরা রাতের বেলায় গোপনে সুন্দরবনে ঢুকে নাইলনের দড়ির একধরনের ফাঁদ হরিণের নিয়মিত যাতায়াতের পথে পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণের মাংস বিক্রি করা হয়।