অনলাইনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্ন সভাপতি ফিরোজ, সম্পাদক রায়হান

স্টাফ রিপোর্টার  : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা ল কলেজের একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ল কলেজ অডিটোরিয়ামে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১৮ জন ভোটারের মধ্যে ১৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২৩টি ভোট বাতিল বলে গণ্য হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ আলী ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাইফুল্লাহ মো. জুবায়ের পেয়েছেন ৩৩ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে সদানন্দ কুমার সরকার ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কামরুল নাহার জলি পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির রায়হান ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম রেজাউল করিম পেয়েছেন ১৭ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসুন কুমার ঘোষ পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে স্বপ্ন সরকার, বিকাশ চক্রবর্তী ও জাকিয়া রহমান জবা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম তোফায়েল আমীন, আবুল হাসান, সানজিদ অহিদ সাংগঠনিক সম্পাদক পদে কাজী মারুফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক পদে নাজমিন নাহার, দপ্তর সম্পাদক পদে পিয়াংকা হাজরা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সাতক্ষীরা ল কলেজ ক্যাম্পাসে। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান।

এছাড়াও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *