সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে গমনকালে আটক -১
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে বিজিবির অভিযানে ১ ব্যক্তি আটক হয়েছে।
আটক হওয়া ব্যক্তির নাম শ্রী সহাদেব মন্ডল (৩২)। সে বরিশাল জেলার উজিরপুর থানার হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবির বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বৃহস্পতিবার বিকাল ৪ টায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ সুলতান আলী এর নেতৃত্বে সহাদেব মন্ডলকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত সহাদেব মন্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।