কৃষিশ্যামনগরসাতক্ষীরা জেলা

লিডার্স এর আয়োজনে শ্যামনগরে গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: “গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন করা হয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ অক্টোবর সকাল ১১ টায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও গ্রামীণ কৃষি মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উন্নয়ন কর্মী সুমাইয়া জান্নাত, অবসর প্রাপ্ত শিক্ষক জনাব নিমাই চন্দ্র মন্ডল, সমাজসেবক জনাব দেবব্রত কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, মিল অফিসার জনাব জয়দেব কুমার জোদ্দার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা ষ মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীরা চারটি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। এই গ্রামীন নারী কৃষি মেলায় অংশগ্রহণ করে তারা খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *