পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সাতক্ষীরায় মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদোগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল চারটায় সুলতানপুর বড় বাজারে দোকান মালিক এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধের সাথে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সুলতান বড় বাজার, কাটিয়া টাউন বাজার, কদমতলা বাজার, মিল বাজার মালিক সমিতির ও বিভিন্ন সংগঠন এবং কাঁচা বাজার, মাংসের বাজার ও মুদি দোকানদার বৃন্দ। উক্ত সভায় পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প পচনশীল শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।