আশাশুনি

আশাশুনির আনুলিয়ায় মৎস্য ঘেরের বাসা ভাংচুর, মাছ লুট ও মারপিটের অভিযোগ

আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়ায় মৎস্য ঘেরের বাসা ভাংচুর, মাছ লুটপাট ও ঘের মালিককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আনুলিয়ার মৃত মানিক গাজীর পুত্র আব্দুল হাকিম গাজীর থানায় লিখিত এজাহার ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আনুলিয়া মৌজায় কানাখালী বিলে ৫বিঘা জমিতে হাকিম গাজীর একটি মৎস্য ঘের আছে। প্রতিপক্ষ একই গ্রামের হামিদ পাঁড়ের পুত্র শহিদুল ইসলাম ওরফে আলেক পাঁড় তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে ঘেরটি জবর দখলের পাঁয়তারা করে আসছে। তার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহিদুলের নেতৃত্বে তার পুত্র সবুজ, নাজমুল হক, সিদ্দিকসহ তাদের পক্ষীয় ৮/১০জন লাঠিসোটা, লোহার রড, দা নিয়ে হঠাৎ হাকিম গাজীর ঘেরের দুটি বাসা ভাংচুর করতে থাকে এবং তাদের পক্ষীয় একদল জাল টেনে মাছ ধরে লুট পাট করতে থাকে। হাকিম গাজী মৌখিকভাবে তাদের বাঁধা দিলে তাকে বেধড়ক মারপিট করে। এসময় প্রতিপক্ষরা ঘেরের বেড়িবাঁধ কেটে ও জাল টেনে প্রায় দেড় লক্ষ টাকার মাছ লুটপাট ও ক্ষয়ক্ষতি করে। ঘের থেকে প্রতিপক্ষ শহীদুলের লেকজন মামলা করলে গ্রামছাড়া করসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

বর্তমানে হাকিম গাজীসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আব্দুল হাকিমের একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *