অপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে শ্যামনগর থেকে ট্যাপনডাল ট্যাবলেট ও মাদকসহ আটক-৩

শ্যামনগর প্রতিনাধি: শ্যামনগর উপজেলার নীলডুুমুর, ঈশ্বরীপুর ও নওয়াবেঁকী বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ও ৮৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করছে সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।

সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দুইটার দিকে শ্যামনগর উপজেলার এ এস আই মোল্লা মনিরুজ্জামানসহ একদল ফোর্স নওয়াবেকী বাজারে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভারতীয় যৌন উত্তেজক টেপেন্ডাটল ট্যাবলেট সহ উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ইসহাক গাজীর ছেলে নুরুল ইসলাম গাজীকে (৫৯) আটক করা হয়। এছাড়াও এ সময় পৃথক দুটি অভিযানে উপজেলার নীলডুমুর গ্রামের বারিক গাজীর ছেলে মফিদুল ইসলাম (৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ও ঈশ্বরীপুর ইউনিয়নের জিয়াদ আলী গাজীর পুত্র মাহবুবুর রহমান (৫৩) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা সহ তিন জনকে আটক করা হয়।

পরে আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

আটক নুরুল ইসলাম গাজী পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অভিযানে আটককৃতদেরকে শ্যামনগর থানায় সোপার্দ করা হয়েছে।

সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিদর্শক বিজয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *