শ্যামনগরে চুল ধরে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে নারী ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ
সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মোছাঃ মাজিদা বেগম (৬০) নামে এক ইউপি সদস্যের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে তারই প্রতিবেশী চার পুরুষ ব্যক্তি। অপর প্রতিবেশীর বাড়ি থেকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে তাকে বেদম মারপিট করে আব্দুল মাজেদ তার দুই ছেলে মনিরুল ও আনারুলসহ ছোট ভাই মানা গাজী।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃত মোক্তার হোসেনের স্ত্রী মাজিদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। বাড়িতে রেখে চিকিৎসা দেয়ার একপর্যায়ে অবস্থার অবনতি হওয়ায় বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাজিদা বেগমের পোতা নাসরুল্লাহ নয়ন জানান বাইরে থেকে এসে তার দাদী প্রতিবেশী হাসিনা বেগমের বাড়ির বারান্দায় বসেছিল। এসময় আকস্মিকভাবে মানা গাজি ও মনিরুল সেখানে যেয়ে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাকে রাস্তায় নিয়ে যায়। একপর্যায়ে ঐ দুইজনের সাথে আনারুল ও তার পিতা আব্দুল মাজেদ যোগ দিয়ে চারজন মিলে বেপরোয়া মারধর করে। দুপুর সাড়ে তিনটার দিকে বমি শুরু হলে তার দাদীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মানা গাজী বলেন, উনি আমাদের চাচী হন। তবে মারধর করা হয়নি, বরং সামান্য তর্কাতর্কি হলেও বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন বিষয়টি জানার পর আহতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।