এস এস সি’৯১ সাতক্ষীরা’র বন্ধু দেবপ্রসাদ পাল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হওয়ায় সংবর্ধনা প্রদান
এস এস সি’৯১ সাতক্ষীরা’র বন্ধু দেবপ্রসাদ পাল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার,মীর তাজুল ইসলাম রিপন মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় ও মাসুম বিল্লাহ শাহীন শহীদ স্মৃতি কলেজে সভাপতি হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এস এস সি’৯১ সাতক্ষীরা’র উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) রাতে শহরের হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।মোস্তাক শাহীন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এস এস সি’৯১ সাতক্ষীরা’র আব্দুল্লাহ আল ফারুক, মনোয়ার হোসেন মন্জু, গোলাম মোর্শেদ লিটন, মাহবুব আলম, রাকিব খান মিঠুন, রুমি, আমিনুল ইসলাম লেলিন, মো. আনোয়ার পারভেজ, শাহানা সুলতানা, এ্যাড. ফারহানা, মো. আকরাম আলী, মো.আসাদুজ্জামান, মো. মহসিন, রাশেদুজ্জামান, করনিয়াল গাইন, সুবদেব কুমার বিশ্বাস, আদিলুল ইসলাম মিন্টু, মো. ইয়াছিন, লিটনসহ এস এস সি’৯১ সাতক্ষীরা’র বন্ধু মহল।
এসময় স্কুল জীবনের স্মৃতি চরণ করে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল বলেন, আজ আমাদের এই পর্যায়ে আসার পেছনে যাদের অবদান বেশি তারা হলেন আমাদের স্কুল জীবনের শিক্ষকবৃন্দ।শিক্ষকদের আমরা সবসময় স্মরণ করি, তাদের কাছে আমরা ঋনী।তিনি আরো বলেন, আমরা যে যেকানে থাকি সবাই পরস্পর সহযোগিতা করার চেষ্টা করব।