দেবহাটাস্বাস্থ্য

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর)  উপজেলার মাঝ সখিপুরে  দিনব্যাপী এ  মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফিরোজা মজিদ ট্রাস্টের নির্বাহী পরিচালক ইকবাল মাসুদ, মরহুমের মেয়ে শাহিনা পারভিন, নাদিরা বিলকিস, মিতু ইসলাম, শিরিন সুলতানা, জামাতা নৌবাহিনী কর্মরত কমান্ডো জাকিরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ এইচ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা আফসার আলী, আশরাফুজ্জামান, বিএনপি নেতা শহিদুল ইসলাম, কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে রুগি দেখে ডাক্তার আরাফাত আহম্মেদ, ডা. ফারহা দীবা, ডা. ফারহা নাজ, ডা. দেবী প্রসাদ দাস। এসময় চিকিৎসা সেবার পাশাপাশি ২৯ প্রকার ঔষধ প্রদান  করা হয়।

উল্লেখ্য যে, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মজিদের ৫ম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *