তালার সুভাষিণী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সেকেন্দার আবু জাফর বাবু তালা: তালায় অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শুভাষিণী ডিগ্রী কলেজের পাশের ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর হঠাৎ বাতাসে দুর্গন্ধ খোজা খুজির পরে সুভাষিনী গ্রামের জনৈক আব্দুল মালেক মোড়লের কৃষি জমির ধারে ডোবার পানিতে ভাসমান অবস্থায় অর্ধ গলিত অজ্ঞাত নামা লাশ দেখতে পায় । এ সময় স্থানীয়রা তালা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি টিম এসআই (নিরস্ত্র ) শেখ বুলবুল কবিরের নেতৃত্বে ঘটনাস্থাল পরিদর্শন পূর্বক লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মারগে প্রেরণ করা হয়েছে এঘটনায়
স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে তালা থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন যার অপমৃত্যু মামলা নং- ২৪।