অনলাইনঅপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে দুর্বৃত্তরা পুরো পরিবারকে অজ্ঞান করে ১০ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: চোর হলেও স্বভাব ভালো এই প্রতিপাদ্য কে রেখে একটি দুর্ধর্ষ চোরচক্র প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে খোলা জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অজ্ঞান করে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ১০ লক্ষ টাকা এবং ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা সকালে ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা বাড়িতে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখে থানায় খবর দেয়।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৯ অক্টোবর)গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার শেখ শামসুল ইসলামের বাড়িতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সুদেব সরকার সকাল ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ দিতে বলেন।

দুর্বৃত্তদের ছোড়া চেতনা নাশকে অসুস্থরা হলো মহৎপুর গ্রামের মৃত শেখ ইয়াসিন আলীর পুত্র ডাঃ শেখ শামসুল ইসলাম( ৮০) স্ত্রী জাহানারা বেগম (৬০)পুত্র জাহাঙ্গীর হোসেন (৫০) পুত্রবধূ হোসনে আরা (৪৫) বেগম তার পুত্র তৌফিক হোসেন এবং শিশু পুত্র হুসনাইন ও অপর পুত্র আলমগীর হোসে, আফিয়া বেগম।

বেলা ২ টার দিকে সরেজমিনে তার বাড়িতে গেলে অর্ধ অচেতন গৃহকর্তা শামসুল ইসলাম, গৃহকর্ত্রী জাহানারা বেগম জানান, প্রতিদিনের ন্যায় আমরা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি এরপর পূর্ব পরিকল্পিতভাবে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা প্রথমে খোলা জানালা দিয়ে ঘরের ভিতরে চেতনানক ছিটিয়ে দিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে।

পরবর্তীতে নিচ তলার একটি এবং দ্বিতীয় তালার ১টি করে জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে অন্য কোন দামি পোশাক পরিচ্ছদ না নিয়ে শুধুমাত্র তল্লাশি করে ঘরে রক্ষিত নগদ ১০ লক্ষ টাকা এবং পরিবারের সকল সদস্যদের রাখা ২০ ভরি স্বর্ণের হার, নেকলেস,অন্যান্য স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সবাই অসুস্থ থাকায় থানায় কোন অভিযোগ দেয়নি বলে থান কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *