কলারোয়া

কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি ও নতুন সদস্যদের শপথ গ্রহণ

কলারোয়া প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন কলারোয়া ইউসিসিএ লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি ও নতুন সদস্যদের। বুধবার ৯ অক্টোবর দুপুরে কলারোয়া উপজেলা বিআরডিবি কার্যালয়ে শপথ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাতক্ষীরা বিআরডিবির উপপরিচালক আবু আফজাল মো: সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম ।

শপথ অনুষ্ঠানে ইউসিসিএ-এর সভাপতি সাংবাদিক মো: সাইফুল্যাহ আজাদ শপথ গ্রহণ শেষে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ করা এবং সদস্যদের সেবায় সর্বদা তৎপর থাকা।”

পরিদর্শক খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন সাইফুল ইসলাম, সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল। অনুষ্ঠানে বিভিন্ন সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি সভার আয়োজন করা হয়, যেখানে সদস্যরা তাদের চিন্তা-ভাবনা ও পরিকল্পনা শেয়ার করেন। ২০২৪ সালে ৮ অক্টোবরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে নির্বাচিত নতুন এই কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কলারোয়া ইউসিসিএ লিমিটেডের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা এবং সংগঠনের সকল সদস্য এর সফলতার জন্য কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *