অপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের কৈখালী থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরে ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বিসিজি পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকা থেকে এসব দামী মদগুলো উদ্ধার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। যদিও স্থানীয়দের দাবি উদ্ধারকৃত মালামালের পরিমান অনেক বেশী ছিল।

কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তারা সীমান্তবর্তী শৈলখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব দামী ব্যান্ডের মদগুলো উদ্ধার করা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সুত্র জানায়, শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব দামী ব্যান্ডের মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোস্টগার্ডের পক্ষ থেকে কারও বাড়ি থেকে মালামাল উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়। মালামালের মুল্য থানা পুলিশ থেকে নেয়ার জন্য তারা অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *