সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তালার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নিজামুল হক
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তালার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা।
মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এসব মন্দির পরিদর্শন করেন।
জানা যায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তালা উপজেলার পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন তিনি।
এসময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, পিপিএম প্রমুখ।