আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে র্যালী করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এ র্যালী করা হয়।
ছাত্র শিবির আশাশুনি উপজেলা পশ্চিম সভাপতি ইয়াছির আরাফাত, আশাশুনি উত্তর সভাপতি মোখলেছুর রহমান, আশাশুনি উপজেলা দক্ষিণ শাখা সভাপতি মহির উদ্দীনের নেতৃত্বে র্যালী বের করা হয়। উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে অতিথি হিসাবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা অংশ নেন।