অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও অনুজা মন্ডল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সদ্য যোগদানকারী কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও বৈষম্যমূক্ত উপজেলা গড়তে সাংবাদিক এবং উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করতে চাই। অগাধ তথ্য প্রবাহের যুগে সাংবাদিক, প্রশাসন একে অপরের পরিপূরক।

তিনি আরো বলেন, আমি একজন বাংলাদেশী হয়ে দেশকে ভালোবেসে কালিগঞ্জ উপজেলা নিজের আবাসস্থল মনে করে সকলকে নিয়ে মিলেমিশে উপজেলা গড়তে চাই। আপনারাই আমার সকল কাজের প্রেরণা, সহযোগিতা করবেন যাতে মিলেমিশে একটি সুখী সমৃদ্ধ উপজেলা গড়তে পারি। মানুষ মাত্রই ভুল হতে পারে আমরা কেউ ভুলের উর্ধ্বে নই। কাজ করলেই ভুল হবে সেটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। যে কোনো তথ্যের জন্য সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা।

অনুজা মন্ডল বলেন, আপনারা সমস্যা, সম্ভাবনা তুলে ধরবেন সেটা আপনারা সহ সকল রাজনৈতিক দল সহ শ্রেণী পেশার মানুষের সঙ্গে বসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আপনাদের পাশে থাকতে চাই। আইন মানুষকে রক্ষা করার জন্য। তাই আইনকে কঠোরভাবে না নিয়ে সেবা দিয়ে সহযোগিতা করতে চাই।

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অমিত বিশ্বাস এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনারা বেগম উপস্থিত ছিলেন।

এর আগে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে সকাল সকাল ১০ টা থেকে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ১২ ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যানগন সহ বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *