কলারোয়া

কলারোয়া উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাইফুল্যাহ আজাদ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লি.) ২০২৪ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল্যাহ আজাদ। তার দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা ও জনসেবামূলক কাজের জন্য সমবায়ীরা তার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। সমিতির সদস্যরা আশা করছেন, তার হাত ধরে কলারোয়া ইউসিসিএ লি: নতুন এক উচ্চতায় পৌঁছাবে।

নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ।

অপর সদস্যরা হলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসের পরিদর্শক মো: মুর্শিদ আলম ও মো: রাসেল রানা।৮ অক্টোবর নির্বাচন কমিটি প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোটার, প্রার্থী , নির্বাচনের দায়িত্ব থাকা প্রশাসনিক কর্মকর্তা ও জনসাধারণের সামনে চুড়ান্ত এ ফলাফল ঘোষণা দেন সমবায়ের নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের কর্মকর্তা।

এ ফলাফলে কলারোয়া ইউসিসিএ লি: এর অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম গাজী, সদস্য শামছুল হক, মোঃ আলি বক্স গাজী, মোঃ মোবারক আলী বিশ্বাস, মোঃ রুহুল আমিন, মহিলা সদস্য মোছাঃ আকলিমা খাতুন, মোছাঃ মর্জিনা খাতুন ও মোছাঃ রত্না পারভীন।

সমবায়ের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল্যাহ আজাদ বলেন, কলারোয়া ইউসিসিএ লি: এর ভাইস চেয়ারম্যান ও ডাইরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৩ সাল থেকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রেসিডেন্ট পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তার নেতৃত্বে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, তিনি যুগিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রচেষ্টায় প্রায় দেড় কোটি টাকার একটি ভবন নির্মাণ প্রকল্প বর্তমানে চলমান রয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনবে।

সমবায়ীরা মনে করছেন, সমবায়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্যাহ আজাদের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে কলারোয়া ইউসিসিএ লি: উন্নয়নের নতুন ধারা পাবে। তার নির্বাচিত হওয়াকে সমিতির সদস্যরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার নেতৃত্বে এই সমবায় সংগঠনটি আরও সুদূরপ্রসারী সাফল্য অর্জন করবে বলে আশা করছেন।

নির্বাচনের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় সাইফুল্যাহ আজাদ বলেন, “কৃষকদের কল্যাণে কাজ করা এবং সমবায়ের উন্নয়নে অবদান রাখা আমার দায়িত্ব। আমি কলারোয়া ইউসিসিএ লি: এর সদস্যদের সাথে নিয়ে সমবায়ের সম্ভাবনাকে আরও প্রসারিত করতে কাজ করে যাবো।”

এই নির্বাচন সমিতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং সমবায়ীরা নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সমিতির উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *