সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তর কর্তৃক কালিগঞ্জের বাঁশতলা, বালিয়াডাঙ্গা ও মৌতলা বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তর কর্তৃক কালিগঞ্জের বাঁশতলা, বালিয়াডাঙ্গ ও মৌতলা বাজার মনিটরিং করা হয়েছে। এসময় উক্ত তিন বাজার থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা পুলিশ ফোর্স ও ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা’র সহায়তায় কালিগঞ্জ উপজেলার তিনটি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারা লংঘন করায় বাঁশতলা বাজারের (সরবারহ কালে) মেসার্স শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার, বালিয়াডাঙ্গা বাজারের মোজাহিদুল এন্টারপ্রাইজকে ১ হাজার ও মৌতলা বাজারের আতিকুর স্টোরে ৫ হাজার টাকা সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বাজার তদারকি কার্যক্রমে এ সকল এলাকায় উৎপাদিত মুরগির ডিম ও মাংস বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং ভোক্তা জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়েছে।
বাজার মনিটরিং কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, জনস্বার্থে এই তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।