শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) বিকাল ৩টায় কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র আয়োজনে এবং সনাক-টিআইবি’র সহায়তায় ওই ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়।

কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহরী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংএ প্রধান অতিথি ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ।

মিটিংএ অভিভাবক ও স্থানীয় নাগরিকগণ বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যেমন -বিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; সন্তানের লেখাপড়ার প্রতি অভিভাকদের আরো সচেতন হওয়া; অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভাল আচরণ করা; শিক্ষার্থীদের সহজ যাতাযাতের জন্য বিদ্যালয় সংলগ্ন খালের উপর একটি সাঁকো নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা; ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট এর ব্যবস্থা করা ইত্যাদি।

মিটিংএ এসিজি সদস্য কর্তৃক কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত বিভিন্ন সমস্যসমূহও তুলে ধরা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি সমন্বয়ক এসএম হুমায়ূন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম, শিক্ষক মুন্নিয়ারা খাতুন, এসিজি সদস্য আনিকা ফেরদৌস।

অভিভাবক ও স্থানীয় নাগরিকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহন করেন সেলিনা খাতুন, নাজমা, শিল্পী পারভীন, ঝরা খন্দকার, মো. হাফিজ প্রমূখ।

সমগ্র মিটিং সঞ্চালনা করেন এসিজি সদস্য মো. হাছিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *